সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

থানচিতে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক অবহিতকরণ সভা  

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচিতে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক অবহিতকরণ সভা  

বান্দরবানের থানচিতে উপজেলা মিলনায়তন সভাকক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ মে) সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ মামুন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. পারভেজ ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার খোকন চন্দ্র রায়, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক নিথোয়াই চাক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এ বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কিম নাগরিকদের বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ একটি অধিকতর কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। 

টিএইচ